রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শুভেন্দু মাইতির গান ও গল্প

সাংস্কৃতিক প্রতিবেদক

শুভেন্দু মাইতির গান ও গল্প

ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী শুভেন্দু মাইতির গান নিয়ে সুরের আসর আয়োজন করে কৃষ্টি ফাউন্ডেশন। গতকাল বিকালে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় গান ও কথামালায় সাজানো ‘বাংলা গানের পরম্পরায় গান গল্প’ শীর্ষক এ আয়োজন। আসরে কথামালা আর গানে গানে বাঙালির জয়গান গাইলেন ওপার বাংলার এ শিল্পী। অনুষ্ঠানে কথামালার ফাঁকে ফাঁকে শুভেন্দু মাইতি গাইলেন ‘স্বপ্ন দেখার সাহস করো/স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি’, ‘যখন একা থাকি দিশেহারা বড় একা লাগে/সবার সাথে থাকি যখন গো বুকের ভিতর ঢেউ জাগে/একা পথ হাঁটি যখন গো পথ ফুরতে চায় না যে/আবার সবার সাথে হাঁটি যখন পায়ে চলার সুর বাজে’সহ বেশ কয়েকটি গান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কৃষ্টি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল মহলানবীশ ও সাধারণ সম্পাদক এনায়েত কবির।

সর্বশেষ খবর