রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

নৈতিক অবক্ষয়ের কারণে হত্যা, ধর্ষণ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা আহমেদ বলেছেন, সারা দেশে দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে হবে। দেশে মানুষ হত্যা, লুণ্ঠন, শিশু নির্যাতন, ধর্ষণ, নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ। গতকাল রাজধানীর পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট মিলনায়তনে ন্যাপের (মোজাফফর) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিরবক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, অ্যাডভোকেট এনামুল হক, আবদুর রহমান, শফিকুর রহমান, আবদুল ওহাব, সিদ্দিকুর রহমান, পরিতোষ দেবনাথ, সাধন সরকার, আনিসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আমিনা আহমেদ বলেন, যারা গণপিটুনির নামে মানুষ হত্যা করছে, আইন হাতে তুলে নিচ্ছে তারা মানবতার শত্রু।

সন্ত্রাসীদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করতে হবে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এটি শ্রমজীবী মানুষের পরিশ্রমের ফসল। কিন্তু শ্রমজীবী মানুষ আজ ভালো নেই। কাঠামোগত উন্নয়নের সঙ্গে মানবিক উন্নয়ন প্রয়োজন। ওপরতলার এক ভাগ মানুষ অর্থনীতির নিয়ন্ত্রক। ৯৯ ভাগ মানুষ তাদের কাছে জিম্মি। বৈষম্য বেড়েই চলেছে। বেকারত্ব দূর করতে মানবিক উন্নয়ন প্রয়োজন। বর্তমানে রাজনীতি উপার্জনের হাতিয়ার। আদর্শিক রাজনৈতিক ধারায় আইন, বিচার ও প্রশাসনে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। অনাচারের বিরুদ্ধে ঐক্যকদ্ধ হতে হবে।

সর্বশেষ খবর