মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রাম চিড়িয়াখানা

গয়ালের ঘরে নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গয়ালের ঘরে নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানায় বন্যগরু প্রজাতির গয়ালের ঘরে এসেছে নতুন অতিথি। গতকাল ভোরে চিড়িয়াখানায় থাকা স্ত্রী গয়ালটি সুস্থ-সবল একটি শাবক জন্ম দেয়। বর্তমানে এটি সুস্থও আছে। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ২০১৬ সালে পটিয়ার মইজ্জারটেক এলাকা থেকে একটি পুরুষ গয়াল জব্দ করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করে প্রশাসন। এরপর ২০১৮ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ১ লাখ ২০ হাজার টাকায় একটি স্ত্রী গয়াল ক্রয় করা হয়েছিল। এ গয়ালটি ১০ মাস গর্ভবতী থাকার পর গতকাল সকালে একটি শাবক প্রসব করে। চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘শাবক গয়ালটি সুস্থ আছে, মায়ের দুধ পান করে খেলাধুলা করছে। এ শাবকের প্রয়োজনীয় সব যতœ এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’ জানা যায়, চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ৬৭ প্রজাতির সাড়ে তিন শতাধিক পশু-পাখি আছে। চিড়িয়াখানায় আছে দেশের একমাত্র দুর্লভ সাদা বাঘ, জেব্রা, সিংহ, হরিণ, ভালুক ও বানর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর