শিরোনাম
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ওরা মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে জেল খাটাচ্ছে

জাতীয় ক্রিকেটার শামীমার অভিযোগ

মাগুরা প্রতিনিধি

পাওনা টাকা চাওয়ায় নারী নির্যাতনের মামলা করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার শামীমার বাবা সোলেমান শেখের বিরুদ্ধে। সোলেমান শেখের বয়স ৭৪। মামলার নথিতে তার বয়স দেখানো হয়েছে ৫৮। তিনি এখন জেলহাজতে রয়েছেন। তার মেয়ে শামীমা দেশের পক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। শামীমা তার ফেসবুকে লিখেছেন, ‘ওরা আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে। আমার মুক্তিযোদ্ধা বাবা বুড়ো বয়সে মিথ্যা মামলাতেই যদি জেল খাটবেন তাহলে কী হবে দেশের জন্য ক্রিকেট খেলে!’ শামীমার চাচা মোহাম্মদ আলী বলেন, তার বড় ভাই সোলেমান গ্রামে গরুর খামারি। এ ছাড়া আছে তার গোখাদ্যের ব্যবসা।

 সোলেমানের প্রতিবেশী আনোয়ারা বেগম কিছুদিন আগে বাকিতে গোখাদ্য কিনেছিলেন। ওই টাকা দেব-দিচ্ছি বলে টালবাহানা করায় আমার বড় ভাই তাগাদা দিতে যান। তখন আনোয়ারার ছেলে আশিক আমার ভাইকে মারধর করে। এতে এলাকাবাসী ক্ষুব্দ হয়ে আশিককে পিটুনি দেয়। আশিকের বাবা মফিজুল ইসলাম পুলিশের কনস্টেবল, চাকরি করে ঝিনাইদহ জেলায়। এ পরিচয় দিয়ে আনোয়ারা গত শনিবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এবং কান্নাকাটি করে নানারকম মিথ্যা অভিযোগ করেন। তখন পুলিশ সুপার শ্রীপুর থানাকে মামলা নিতে বলেন। ব্যস হয়ে গেল নারী নির্যাতন মামলা। সোলেমানকে শনিবার দুপুরেই তড়িঘড়ি গ্রেফতার করে পাঠিয়ে দেওয়া হলো জেলখানায়। এ মামলায় সোলেমানের দুই ছোটভাই ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়। শামীমা ফেসবুক ইনবক্সে লিখেছেন, ‘পুলিশ সদস্যের এ পরিবারটি আমার বাবা ও আমাদের পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। পুলিশ সুপারকে আমি ফোনে ঘটনাটি জানিয়ে উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই। তিনি তাতে কর্ণপাত করলেন না। পুলিশ পরিবারের মিথ্যাচারে বশীভূত হয়ে তিনি আমার বাবাকে গ্রেফতারের নির্দেশ দেন। আমি ঘটনার সুষ্ঠ তদন্ত চাই। উপযুক্ত বিচার চাই।’

সর্বশেষ খবর