মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বরিশাল জেলা প্রশাসনের ২৫ নির্দেশনা

ঈদযাত্রা নিরাপদ করতে প্রস্তুতি সড়ক ও নৌপথে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদুল আজহার আগে নৌযান শ্রমিকদের বোনাসসহ যাবতীয় পাওনা পরিশোধের জন্য নৌযান মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন। বেতন-ভাতা নিয়ে ঈদের আগে নৌযান সেক্টরে যাতে নতুন করে কোনো অস্থিতরতা সৃষ্টি না হয় সে জন্য লঞ্চ মালিকদের প্রতি অনুরোধ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। গতকাল সকালে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে এক সভায় এ অনুরোধ জানানো         হয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের সব সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সড়ক ও নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সভায় ২৫টি দিকনির্দেশনা দেওয়া হয়। বিআইডব্লিউটিএ বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার সভায় অভিযোগ করেন, ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চগুলোর মধ্যে আগে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা চলছে। বৈরী আবহাওয়া ও প্রচ  খরস্রোতা নদীর মধ্যে এই প্রতিযোগিতায় লিপ্ত হতে গিয়ে সম্প্রতি মেঘনায় একাধিক লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিআরটিসি বাসের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় সভায়। সভায় জেলা প্রশাসক বলেন, ঈদে সড়ক ও নৌপথে টিকিট কালোবাজারি রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর