শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফল প্রকাশের দাবিতে আবারও আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

কর্তৃপক্ষ বলছে সময় লাগবেই

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বিভাগের সভাপতি ২৪ ঘণ্টার মধ্যে  রেজাল্ট জমা নেওয়ার আশ্বাস দেন। নির্ধারিত সময়ে জমা না নেওয়ায় শিক্ষার্থীরা গতকাল বিকালে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আবারও অবস্থান নেন। বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। বিকালে মিটিং করে সভাপতি আমাদের রেজাল্ট ২৪ ঘণ্টার মধ্যে জমা নেওয়া ও সাত দিনের মধ্যে প্রকাশের আশ্বাস দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও রেজাল্ট জমা নেওয়া হয়নি। যার ফলে আবারও আন্দোলনে যাচ্ছি। কর্মসূচি পালন করছি।

বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, রেজাল্ট প্রকাশের সময় বেঁধে দেওয়া হয় ২ মাস। কিন্তু আট মাস পার হলেও এখনো আমরা রেজাল্ট পাই না।

জানতে চাইলে বিভাগের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, রেজাল্ট জমা নেওয়ার কার্যক্রম চলছে। ২৪ ঘণ্টার মধ্যে জমা নেওয়ার কথা ছিল। আমরা চেষ্টা করছি।  রেজাল্ট প্রকাশ করতে একটু সময় লাগেই।

সর্বশেষ খবর