শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সরকারের গাফিলতি ও দুর্নীতির ফল ডেঙ্গু

-------- জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকারের গাফিলতি ও দুর্নীতির ভয়াবহ বিস্তারের ফল ডেঙ্গু। ডেঙ্গু যে এ বছর বাড়বে, সরকারের স্বাস্থ্য অধিদফতরেই এর পূর্বাভাস ছিল। জেনেও আগে ভাগেই ব্যবস্থা না নেওয়াটা দায়িত্বহীনতার পরিচয়। এরপর কীটনাশক ও ওষুধ ক্রয়েও হয়েছে দুর্নীতি। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গু ও বন্যা পরিস্থিতি নিয়ে গণসংহতি আন্দোলনের এক সংবাদ সম্মেলনে গতকাল তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার পর, অনেক প্রাণহানি ও জনবিক্ষোভের পর সরকারের টনক নড়েছে। আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে এমন দুর্যোগের ভিতরে রেখে সপরিবারে বিদেশ ভ্রমণ করেছেন। অন্য যে কোনো দেশে এমন পরিস্থিতিতে কর্তব্যে অবহেলা, দুনীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অযোগ্যতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও মেয়রদের পদত্যাগ করতে হতো। তিনি বলেন, সারা দেশে যে পৌরসভার কর্মীরা মশা নিয়ন্ত্রণের কাজ করবেন, তারা আজ ১৯ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবিতে অবস্থান করছেন। তিনি অবিলম্বে পৌরসভার কর্মীদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে মশক দমনে নিয়োগ করার দাবি জানান। একই সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে শক্তিশালী করার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এ সময় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, সম্পাদকম লীর সদস্য বাচ্চু ভূইয়া, মনির উদ্দীন পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর