শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বহুতল ভবনের বাসিন্দারাও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত নন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বহুতল ভবনের বাসিন্দারাও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত নন। কারণ ১০০ গজ উড়ে বিশ্রাম নিতে এডিস মশা ২ হাজার ২০০ মিটার উঁচু ভবনেও উঠতে পারে। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি, চট্টগ্রামের উদ্যোগে ‘এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানায়। সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা-গবেষক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া, সাংবাদিক সুভাষ দত্ত, সংগঠনের সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসন ও জনগণকে নিয়ে সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ কমিটি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশুদের সকাল-বিকাল-রাতে মশারির ভিতর রাখা, দরজা-জানালায় নেট লাগানো, সারা শরীর ঢেকে কাপড় পরা, মশারি ও পর্দায় মশা নিরোধক ওষুধ লাগাতে পরামর্শ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর