শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে গুজবের ভিডিও ছড়ানোয় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ছেলেধরা গুজবের ভিডিও ছড়ানোর অভিযোগে পুলিশ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার হাসপাতাল রোডের বদিউল আলমের ভবন থেকে আলমগীর বিন কবির (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়াহাট এলাকার কবির আহমদের ছেলে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘ওই ব্যক্তি ছেলেধরার গুজব রটাতে নবজাগরণ শিল্পী গোষ্ঠীর নামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ভিডিওচিত্র তৈরি করে ছড়িয়ে দিয়েছিলেন। ভিডিওতে পদ্মা সেতু এবং ছেলেধরা কল্লাকাটা নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে এলাকার শিশু-কিশোরদের স্কুল-মাদ্রাসায় একা না পাঠানোর কথা বলা হয়। আলমগীরের কাছ থেকে ভিডিওচিত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর