শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

উপকূলীয় পানি সম্মেলনে ১৩ দফা খুলনা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উপকূলীয় পানি সম্মেলনে ১৩ দফা খুলনা ঘোষণা

দুই দিনব্যাপী দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন খুলনায় ১৩ দফা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে। ১৩ দফার মধ্যে মনুষ্যসৃষ্ট জলাবদ্ধতা ও নোনা পানির সংরক্ষণ বন্ধ, জলাধার লিজ প্রদান বাতিল ও অবকাঠামো নির্মাণে পানিপ্রবাহের গতি-প্রকৃতি বিবেচনায় রাখার দাবি অন্যতম। গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এর আগে সকালে সমাপনী দিনের প্রথম পর্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার এমপি। পানি সম্মেলনে নদ-নদী অবমুক্ত করা এবং বিল-বাঁওড়ের সঙ্গে নদ-নদীর সংযোগকে সাবলীল করার আহ্বান জানানো হয়। এ ছাড়া উপকূলীয় অঞ্চলের ১৪ জন সংসদ-সদস্যের সমন্বয়ে পার্লামেন্টারি ককাস গ্রুপ গঠন করার দাবি জানানো হয়, যারা সংসদে এ-বিষয়ক আলোচনা অব্যাহত রাখবেন। ১৩ দফা খুলনা ঘোষণা পাঠ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের চিফ অব পার্টি রাকেশ কটাল।

সর্বশেষ খবর