শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গুতে মৃত্যু, ধর্ষণ-হত্যা অযোগ্যতার প্রমাণ

----- ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ৫৩ জনের মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। গুজব ও বিচারবহির্ভূত হত্যাকা  বেড়ে চলছে জ্যামিতিকহারে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক বিষয়ে রূপ নিয়েছে। দেশব্যাপী নৃশংস হত্যাকান্ড , নারী-শিশু ধর্ষণের বীভৎস রূপ সরকারের অযোগ্যতারই প্রমাণ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর পুরানা পল্টনের আইএবি চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফয়জুল করীম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এমনকি নিজেদের ব্যর্থতার দায় এড়াতে মৃত্যুর প্রকৃত সংখ্যাও প্রকাশ করছে না।

ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান, আশরাফুল আলম, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমাদ আবদুল কাইউম প্রমুখ।

সর্বশেষ খবর