শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঈদে ভিজিএফ পাচ্ছে রাজশাহীর দেড় লাখ পরিবার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল পাচ্ছে রাজশাহীর প্রায় দেড় লাখ পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৫ কেজি করে চাল পাবে পরিবারগুলো।

রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতরের তথ্য মতে, রাজশাহীর ৯টি উপজেলায় মোট উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৭ জন। তাদের জন্য বরাদ্দ চালের পরিমাণ ১ হাজার ৫৭৫ দশমিক ৩৫৬ মেট্রিক টন। এরই মধ্যে এসব চাল উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। গত সপ্তাহ থেকে বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ শুরুও হয়েছে। ঈদের আগেই চাল বিতরণ কার্যক্রম শেষ হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর জানিয়েছে, গোদাগাড়ী উপজেলায় উপকারভোগীর সংখ্যা ১৮ হাজার ৮৮১ জন। তানোরে ১০ হাজার ৬৫৭ জন, বাগমারার ১৭ হাজার ৫০৯ জন, বাঘায় ৮ হাজার ১০০ জন, পুঠিয়ায় ৯ হাজার ৬৯৫ জন, মোহনপুরে ৭ হাজার ৭৮৩ জন, চারঘাটে ১৪ হাজার ৩৪৭ জন, দুর্গাপুরে ৯ হাজার ৭৪৮ জন ও পবায় ৭ হাজার ৫০৮ জন উপকারভোগী এই সুবিধা পাচ্ছেন। রাজশাহীর ৯ উপজেলার ১৪টি পৌরসভায় উপকারভোগী ৪৯ হাজার ২৯৩টি পরিবার। এর বিপরীতে বরাদ্দকৃত চালের পরিমাণ ৭৩৯ দশমিক ৩৯০ মেট্রিক টন।

সর্বশেষ খবর