শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রয়োজন

ঘাতক দালাল নির্মূল কমিটি

নিজস্ব প্রতিবেদক

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তারা বলেন, ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও তারা যথেষ্ট সুরক্ষা পাচ্ছেন না।

গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচার অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করুন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা প্রয়োজন। এ সময় ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, খন্দকার আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর