শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বানভাসির দিকে নজর নেই সরকারের : সাকি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ভয়াবহ বন্যায় উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যার পানি কমে গেছে কিন্তু দেখা যাচ্ছে না ত্রাণ বিতরণ কার্যক্রম। বানভাসির দিকে নজর নেই সরকারের। এর সঙ্গে ডেঙ্গু জ্বর সারা দেশে ছড়িয়ে পড়েছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃদ্ধির দাবি জানান তিনি। গতকাল বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কয়েকটি স্থানে  ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দিন পাপ্পু, আবদুর রশীদ, আমিনা ছনেট, তানভীর আহম্মেদ প্রমুখ।

সর্বশেষ খবর