শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘সমুখে শান্তি পারাবার’

সাংস্কৃতিক প্রতিবেদক

‘সমুখে শান্তি পারাবার’

বাঙালির মননে ও সৃজনে মিশে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টকর্মের মধ্য দিয়েই বাঙালির জাতিসত্তা বিকশিত হয়েছে। যার কারণে বিশ্বকবির কাছে বাঙালির শ্রদ্ধা ও ভালোবাসার দায়বদ্ধতা অনেক বেশি। ১৩৪৮ সনের বর্ষণমুখর দিন ২২ শ্রাবণ না ফেরার দেশের চলে যান রবীন্দ্রনাথ ঠাকুর। আর কদিন পরই কবির ৭৮তম প্রয়াণ বার্ষিকী। কবির চলে যাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। কথামালা, গান, আবৃত্তি ও স্মারক সম্মাননা দিয়ে সাজানো হয়েছে দুই দিনের অনুষ্ঠানমালা। গতকাল পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হয় ‘সমুখে শান্তি পারাবার’ শিরোনামে গানে গানে রবীন্দ্র স্মরণের এ আয়োজন। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সম্মেলক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর সংগীতজ্ঞ ও বাংলা খেয়ালের স্রষ্টা আজাদ রহমানকে প্রদান করা হয় ‘রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা স্মারক সম্মাননা’। গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মকবুল হোসেন। আজাদ রহমানকে নিয়ে লেখা শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন সংস্থার সভাপতি তপন মাহমুদ। প্রথম দিনের আয়োজনে সংস্থার অর্ধশতাধিক শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন। এছাড়া আরও ছিল বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি শিল্পীর গান ও আবৃত্তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর