রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীর পশুতেই মিটবে কোরবানির চাহিদা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কোরবানির ঈদ টার্গেট করে মাঝারি ধরনের দেশীয় গরু কিনে নিজস্ব পদ্ধতিতে মোটাতাজা করেছেন খামারিরা। এবার স্থানীয় খামারগুলোতে অতিরিক্ত গরু আছে, তাই কোরবানির জন্য পশু আমদানির প্রয়োজন হবে না বলে মনে করছে রাজশাহীর প্রাণিসম্পদ বিভাগ। প্রাণিসম্পদ বিভাগ থেকে জানা গেছে, রাজশাহীতে কোরবানির জন্য গবাদিপশুর চাহিদা আছে প্রায় চার লাখ ১৫ হাজার। জেলায় খামার আছে ১৭ হাজার ৭০০টি। এসব খামারে কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল-ভেড়া আছে ৩ লাখ ৬৯ হাজার ৫৭৪টি। এ ছাড়াও স্থানীয়ভাবে আরও প্রায় ৫০ থেকে ৬০ হাজার পশু পালন হচ্ছে। এসব পশু বাজারে এলে কোরবানির জন্য পশু সংকট হবে না। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অন্তিম কুমার সরকার জানান, খামার মালিকরা স্থানীয়ভাবে কোরবানির পশু ও মাংসের চাহিদা মেটাতে সক্ষম হবেন। তাদের এ উদ্যোগ কোরবানির পশু আমদানিনির্ভরতাও কমাবে। এ ছাড়াও স্থানীয় খামার শিল্পের প্রসার দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর