সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় মশক নিধনে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় মশক নিধনে বিশেষ অভিযান

বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান -বাংলাদেশ প্রতিদিন

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গতকাল সকালে এ্যাপোলো হাসপাতাল এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে আবাসিক এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিন ও স্প্রে গান দিয়ে স্থানে ফগার মেশিন ও স্প্রে গান দিয়ে মশা নিধন এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে ওষুধ ছিটানো হয়। শতাধিক পরিচ্ছন্নতাকর্মী সারা দিন আবাসিক এলাকা ঘুরে ঘুরে রাস্তার পাশে মানুষের ফেলে যাওয়া ভাঙা টব, কৌটা, কাটা টায়ারের অংশ ইত্যাদি পরিষ্কার করেন। কেটে পরিষ্কার করা হয় বেড়ে ওঠা ঘাস ও ঝোপঝাড়। উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব মো. আবুল হাসেম, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এ কে শামীম, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার, মো. শাহাদাত হোসেন, মুক্তার হোসেন চৌধুরী, যুগ্ম-সম্পাদক আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ বাহার খান, মহিলাবিষয়ক সহ-সম্পাদক রেহনুমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সোসাইটির মহাসচিব মো. আবুল হাসেম বলেন, ‘বসুন্ধরায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চলে। তবে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ভয়াবহতার কারণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী তিন মাস ১২ জন সুপারভাইজারের নেতৃত্বে ১৩০ জন পরিচ্ছন্নতাকর্মী সারা দিন কাজ করবেন। ১০টি ফগার মেশিন ও ১০টি স্প্রে গান দিয়ে সম্ভাব্য মশার সব উৎপত্তিস্থলে ওষুধ ছিটানো হবে। প্রয়োজনে কর্মী ও মেশিন আরও বাড়ানো হবে। তবে বাসিন্দারা সচেতন না হলে অভিযান পুরোপুরি সফল হবে না। কারণ এডিস মশা জন্মায় ফ্রিজ, এসি, ফুলের টবের মতো জায়গায় জমে থাকা পরিষ্কার পানিতে। আর মানুষের ঘরে গিয়ে তো ওষুধ ছিটানো যাবে না। তাই নিজের আশপাশ পরিষ্কার রাখতে আমরা প্রত্যেক বাড়ির মালিক ও ডেভেলপারদের চিঠি দিয়েছি।’ বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা পলাশ বলেন, ‘ঘরে-বাইরে ডেঙ্গু নিয়ে মারাত্মক আতঙ্কে আছি। বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি মশক নিধনে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। কিন্তু একটা এলাকায় অভিযান চালিয়ে তো ডেঙ্গু দূর করা যাবে না। সারা দেশে একইভাবে অভিযান শুরু হওয়া দরকার।’

সর্বশেষ খবর