সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে শতাধিক তরুণীকে ব্ল্যাকমেইল

ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে প্রেমের ফাঁদ

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে টোপ ফেলে শতাধিক তরুণীকে ব্ল্যাকমেইল করেছে সে। নিজেকে ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ টাকা। প্রেমের ফাঁদে ফেলে অনেককে নিয়ে গেছে শারীরিক সম্পর্ক পর্যন্ত। সম্প্রতি এমন একটি অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের সরকার বাজার থেকে জাহাঙ্গীর আলী (৩২) নামের ভয়ঙ্কর এই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সিআইডি সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খায়রুল আলমের নেতৃত্বে একটি দল গত শনিবার বিকালে গ্রেফতার করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং জাহাঙ্গীরের সেলফোন থেকে অনেক তথ্য এরই মধ্যে আদায় করেছে সিআইডি। তার কাছ থেকে উদ্ধার করেছে অসংখ্য সিম কার্ড,  একাধিক মোবাইল ফোন। অপরাধ কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার। আজ মৌলভীবাজার আদালতে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। সিআইডি বলছে, জাহাঙ্গীর আলী প্রথমে প্রবাসী কোনো ব্যক্তির ফেসবুক আইডি থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে ভিকটিমদের  ফ্রেন্ডলিস্টে যুক্ত হয়। নিজেকে ব্রিটেন প্রবাসী পরিচয় দিয়ে ভিকটিমদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। কিছুদিন ভিকটিমদের সঙ্গে ফেসবুকে তথ্য আদান প্রদানের পর ভিকটিমকে পছন্দ হয়েছে বলে এবং তাকে বিয়ে করতে চায়। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। কৌশলে সে ভিকটিমদের  খোলামেলা ছবি সংগ্রহ করে। ভিডিও চ্যাট করে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সংরক্ষণ করে সেগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করে হাতিয়ে নেয় বিপুল পরিমাণ টাকা। অনেক সময় ছবি এডিটিং করে অশ্লীল ও নগ্ন ছবি তৈরি করত সে।

সিআইডি কর্মকর্তারা বলছেন, মাঝেমাঝে সে ভিকটিমদের বলতো, বিয়ে করার প্রস্তুতি নিয়ে দেশে এসেছে। তবে হঠাৎ করে তার বাবার অসুস্থতা বা অন্য কোনো সমস্যার  কথা বলে ভিকটিমদের কাছ  থেকে টাকা হাতিয়ে নিত। ভিকটিম টাকা দিতে রাজি না হলো তাদের নাম, ছবি দিয়ে ভুয়া আইডি তৈরি করে সেগুলো থেকে ফ্রেন্ড রিক্যুয়েস্ট পাঠাত। ভিকটিমদের নগ্ন ছবি প্রকাশ করার হুমকি দিত। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, আসামির একাধিক ফেসবুক আইডি পর্যালোচনা করে শতাধিক ভিকটিমের একান্ত ব্যক্তিগত ছবি এবং ভিডিও পাওয়া গেছে। পরিচয়  গোপন করে ছদ্মবেশ ধারণ করে ইচ্ছাকৃত মানহানিকর তথ্য প্রকাশসহ ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে আসামির বিরুদ্ধে  মামলা হয়েছে। জাহাঙ্গীর সিলেট ওসমানীনগরের ফকিরাবাদ গ্রামের শাহ কলমদর আলী মাস্টারের ছেলে।

আমরা আশা করছি তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদায় করা যাবে।

সর্বশেষ খবর