সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মোবাইলে কথা বললে চালক আটক

-ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে চালককে আটক এবং গাড়ি জব্দ করা হবে। একই সঙ্গে সড়কের বাঁ লেন দখল করে দাঁড়িয়ে থাকা গাড়ি রেকারিং করতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন তিনি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে ‘পথচারীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি এবং ‘ক্যাশ       কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায়’ ব্যবস্থার উদ্বোধনকালে একথা বলেন তিনি। তিনি বলেন, ঢাকা শহরে অনেক পথচারীকে হেডফোন লাগিয়ে কিংবা মোবাইল ফোন কানে ধরে রাস্তা পার হতে দেখা যায়। অনেকেই জেব্রা ক্রসিং ব্যবহার করেন না। তাদের বিরুদ্ধেও এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর