সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চামড়াজাত পণ্যের জন্য আসছে আলাদা নীতিমালা

কালের কণ্ঠের গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক

চামড়াজাত পণ্যের জন্য আলাদা নীতিমালা তৈরির দাবি অনেকদিনের। এরই মধ্যে শিল্প মন্ত্রণালয় সে সংক্রান্ত নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আর শিগগিরই সেই নীতিমালা প্রজ্ঞাপন আকারে আসবে। এই নীতিমালায় চামড়া শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল সবার মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। সম্ভাবনা থাকা সত্ত্বেও রপ্তানি পণ্য হিসেবে তৈরি পোশাক খাতের মতো বাংলাদেশের চামড়াজাত পণ্যের বাজার সেভাবে এগিয়ে যেতে পারেনি। শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম গতকাল রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ মিলনায়তনে কালের কণ্ঠ আয়োজিত ‘ফুটওয়্যার : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন। কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন  করেন ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লা। অভ্যাগতদের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ডেপুটি কমিশনার মো. মেহেবুব হক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্লাহ, বিসিকের জিএম মোতাহের হোসেন, বাংলাদেশ পাদুকা প্রস্তুত সমিতির দফতর সম্পাদক আশরাফ উদ্দিন, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের এজিএম (মার্কেটিং) জোহেব আহমেদ, ওয়াকার ফুটওয়্যার লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, জেনিসের ব্যবস্থাপনা পরিচালক নাসির খান এবং বাংলাদেশ স্পোর্টস সু’স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্য রিয়াদ মাহমুদ প্রমুখ। বেজা-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আমরা ‘লেদার ভিলেজ’ গড়ে তোলার জন্য ৫০০ একর জমি দেখেছি। বিসিকের বিনিয়োগকারীদের সঙ্গে এ ব্যাপারে কথাও বলছি। এনবিআরের ডেপুটি কমিশনার মো. মেহেবুব হক বলেন, এ কথা সঠিক যে, চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে জট থাকে। সিপিডি-এর পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে উৎপাদিত লেদারে আন্তর্জাতিক মানদ  মানা হয় না। ইমদাদুল হক মিলন বলেন, রাষ্ট্রকে এগিয়ে নিতে দেশীয় বাজারের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে দেশীয় বাণিজ্য বিনিয়োগের জায়গাটিকে আরও সহজ করতে হবে। 

সর্বশেষ খবর