বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু

চালু হলো ট্রেনের ঈদ সার্ভিস, জায়গা নেই বাস-লঞ্চেও

সাঈদুর রহমান রিমন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু

শুরু হয়ে গেছে ঈদে ঘরমুখো মানুষের স্রোত। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গতকালের তোলা ছবি -জয়ীতা রায়

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র চার দিন। খুশির দিনটি উদ্্যাপনে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন। ট্রেন-বাস-লঞ্চে করে শুরু হয়েছে বাড়িমুখো মানুষের ঈদযাত্রা। গতকাল সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চে বাড়ি ফিরছেন মানুষজন। ২৯ জুলাই যারা ট্রেনের আগাম টিকিট কিনেছেন, তারাই আজ প্রথম বাড়ি ফেরা শুরু করেছেন। তাদের বাড়ি যাওয়ার মধ্য দিয়ে রেলের ঈদসেবা শুরু হলো। ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস    কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় ট্রেনযাত্রীদের ঈদযাত্রা। ঈদযাত্রার প্রথম দিন কমলাপুর থেকে মানুষ স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারলেও বিমানবন্দর স্টেশনে যেতেই বদলে যায় চিত্র। কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো। যাত্রীর চাপে অনেককে পরিবার-পরিজন নিয়ে ট্রেনে উঠতে বেশ বেগ পোহাতে হচ্ছে। ২৯ জুলাই যারা ঈদ স্পেশাল ট্রেনের আগাম টিকিট কিনেছেন, মূলত তারাই গতকাল প্রথম বাড়ি ফেরা শুরু করেন। একই দিন দূরপাল্লার বাসেরও ঈদ সার্ভিস শুরু হয়েছে। ২৯ জুলাই আগাম টিকিট কেটে রাখা যাত্রীরা গতকাল ঈদে বাড়ি ফেরার যাত্রা শুরু করেছেন। বিশেষ করে গাবতলী বাস টার্মিনালে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলার বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে মঙ্গলবার দিবাগত রাত থেকেই ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদযাত্রীদের নিয়ে গতকাল ভোরেও বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠিসহ বিভিন্ন জেলার উদ্দেশে গেছে বেশ কয়েকটি লঞ্চ। আর এসব লঞ্চে করে ঢাকা ছেড়েছেন বিপুলসংখ্যক যাত্রী। দক্ষিণবঙ্গসহ দেশের ২৩টি জেলার মানুষ নদীপথেই বাড়ি ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজ থেকে লঞ্চযাত্রীদের ভিড় অনেক বেশি হবে বলে ধারণা করছেন সদরঘাট বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

ঈদযাত্রায় নৌপথে যাত্রীর চাপ পড়ে দ্বিগুণের বেশি। তবে এ সময় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট পৌঁছতে গিয়ে বেশ দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। সদরঘাট পর্যন্ত হাতে গোনা কয়েকটি রুটের বাস সার্ভিস থাকায় রাজধানীর বেশির ভাগ এলাকার অনেককেই গুলিস্তান থেকে হেঁটে সদরঘাটে পৌঁছাতে হয়। এ রাস্তাটুকুতে ঘণ্টার পর ঘণ্টা রিকশার জ্যাম বেঁধে থাকে। ভাড়াও হাঁকা হয় আকাশচুম্বী।

সর্বশেষ খবর