বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আন্দোলনের আগে পূর্ণাঙ্গ কমিটি হবে চট্টগ্রামে

ফারুক তাহের, চট্টগ্রাম

আন্দোলনের আগে পূর্ণাঙ্গ কমিটি হবে চট্টগ্রামে

বিভাগীয় সমাবেশকে ঘিরে চট্টগ্রামে বিএনপির যে ঐক্যবদ্ধতা ও চাঙ্গাভাব ফিরে এসেছে তা ধরে রাখার কর্মপরিকল্পনা চলছে দলের কেন্দ্রীয় পর্যায়ে। সম্প্রতি চট্টগ্রামে বিএনপি ও তাদের সবগুলো অঙ্গসংগঠনের থানা ও ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয়       যুগ্ম সম্পাদক রুহুল কবীর রিজভী। কোরবানির ঈদের পরপরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণের অংশগ্রহণমূলক কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা আসছে বলে জানা গেছে। এর আগেই চট্টগ্রামসহ দেশের প্রতিটি শহর, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয় ওই চিঠিতে। গত ২০ জুলাই চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্তত ২০ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এতে বিএনপির বিপুল পরিমাণ নেতা-কর্মীর সমাবেশ ঘটে। সমাবেশ থেকেই ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা আসে।

এ প্রসঙ্গে নগর বিএনপির সভাপতি  ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা আইনগতভাবে বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে আসছি। কিন্তু বর্তমান সরকার তাকে জামিনে মুক্তি না দিয়ে অনেকটা বিনা চিকিৎসায় কারাগারে বন্দী করে রেখেছে। তাই আমাদের আইনি লড়াইকে সরকার যখন কোনো গুরুত্বই দিচ্ছে না, আমাদের আন্দোলনের আর কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর