শিরোনাম
বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভিআইপির নামে রেলের টিকিট কালোবাজারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রেলওয়ে স্টেশনে ঈদের তৃতীয় দিনের ২৪২টি ঢাকায় ফিরতি টিকিট ভিআইপিদের নামে অনলাইনে ব্লক করে রাখার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, এসব টিকিট    পরে গোপনে বাইরে উচ্চ মূল্যে বিক্রি করা হয়। গতকাল দুপুরে রেল স্টেশনের টিকিট কাউন্টার ও সার্ভার কক্ষে অভিযান চালিয়ে এসব ব্লক টিকিট বিক্রির জন্য উম্মুক্ত করা হয়। একই সঙ্গে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত প্রধান বুকিং সহকারী ইয়াকুব আলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

দুদক খুলনার উপ-পরিচালক নাজমুল আহসান বলেন, রেলওয়ে স্টেশনে যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারির ঘটনায় এই অভিযান চালানো হয়। এ সময় স্টেশনের সার্ভার রুমে ১৪ আগষ্টের ২৪২টি টিকিট ভিআইপিদের নামে ব্লক করে রাখার প্রমাণ পাওয়া যায়। এদিকে দুদকের অভিযানের খবর পেয়ে টিকিট সিন্ডিকেটে জড়িত প্রধান বুকিং সহকারী মেহেদী হাসান গা ঢাকা দেয়।

সর্বশেষ খবর