বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সরকারিভাবেই দেশে নির্যাতন চলছে

-- ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্যাতন সরকারিভাবেই চলছে। সরকারের বিরুদ্ধে যারা ভিন্নমত পোষণ করে, তাদের ওপর অত্যাচার-নির্যাতন আরও বেশি করে চালানো হচ্ছে। নয়াপল্টনে গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেফতার হওয়া আলোকচিত্রী শহিদুল আলমের উদাহরণও টানেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে দেখা গেছে, প্রতি বছর দেশে জুডিশিয়াল কাস্টডিতে ৪০০ থেকে ৭০০ লোক মারা যাচ্ছে। হেফাজতে নির্যাতনের খবর ও ছবি গণমাধ্যমে এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী তা অস্বীকার করলেন, যা সত্যের অপলাপ।

গণমাধ্যমে ডেঙ্গুর খবর অনেক বেশি প্রকাশিত হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাপারে বিএনপি মহাসচিব বলেন, তারা বাস্তব সত্য স্বীকার করতে চান না। গণমাধ্যমে না এলে ডেঙ্গুর বিষয়টি চেপে যাওয়া হতো। ডেঙ্গুকে বিএনপি আপদকালীন সমস্যা হিসেবে চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

সর্বশেষ খবর