বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কালোবাজারে টিকিট বিক্রি, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের কাছে ট্রেনের টিকিট বিক্রি না করে কালোবাজারির মাধ্যমে বিক্রি করে গ্রাহক হয়রানির অভিযোগে খুলনা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদকের খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অভিযানে যায়। অভিযানে খুলনা রেলস্টেশনে ঈদের অগ্রিম টিকিট কালোবাজারে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, ওই স্টেশনে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে সার্ভারের মাধ্যমে ভিআইপি টিকিটের কথা বলে ঈদ উপলক্ষে যে বিশেষ কোচ/বগি সংযোজন করা হয়েছে সেগুলোর সিটও ব্লক করে রাখা হয়েছে। আগামী ১৬ আগস্ট ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে ¯িœগ্ধার ১৪টি, এসি সিট ৮টি এবং শোভন চেয়ারের ১৪০টি সিট অটো ব্লক অবস্থায় দেখতে পায় দুদক টিম। ভিআইপিরা সাধারণত শোভন চেয়ার শ্রেণির টিকিট না কিনলেও এই ১৪০টি সিট কেন ব্লক রাখা হয়েছে তার সদুত্তর স্টেশন কর্তৃপক্ষ দিতে পারেনি। পরবর্তীতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই এসব সিট ব্লক করে রাখা হয়েছে বলে দুদক টিমের কাছে মনে হয়েছে। স্টেশনের প্রধান বুকিং সহকারী মেহেদী হাসান এ অপকর্মে জড়িত বলে প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে দুদক টিম। এদিকে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক ভোগান্তি ও হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।

সর্বশেষ খবর