শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী

মা-বাবাকে অবহেলা করবে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মা-বাবাকে কখনো অবহেলা করবে না। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও এখন অনেক সন্তান বাবা-মাকে অবহেলা করে। তাদের সেবা করে না, নির্যাতন করে। ফলে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে। সমাজে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। এসব অবশ্যই বন্ধ করতে হবে। তবেই শান্তি ফিরে আসবে। এ বিষয়ে সরকার ইতিমধ্যে সংসদে আইন পাস করেছে। আইনের বাস্তবায়নও করা হচ্ছে।’ গতকাল বিকালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) আয়োজিত ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, বুয়েটের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ, শেভরনের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) ইসমাইল চৌধুরী ও এইউডব্লিউর রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড। এইউডব্লিউর নিয়মিত শিক্ষকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অতিথি শিক্ষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণিতবিদরা অনলাইনের মাধ্যমে ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের বিভিন্ন কোর্সের ওপর লেকচার প্রদান করেন। অনুষ্ঠানে এইউডব্লিউ ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলে অংশগ্রহণকারীদের মধ্যে মেধার ভিত্তিতে দুই শিক্ষার্থীকে ‘ইমার্জিং উইমেন লিডার ইন স্টিম অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পরে কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। তথ্যমন্ত্রী বলেন, ‘তোমরা যখন ছোট ছিলে বাবা-মায়েরা স্নেহ দিয়ে তোমাদের সেবা করতেন। এখন তোমরা বড় হয়েছ। পড়াশোনা করছ। একদিন আরও বড় হবে। তোমাদের কাছে অনুরোধ, বড় হয়ে বাবা-মাকে ভুলে যাবে না। তাদের সেবা করবে। কারণ, বয়স বাড়লে বাবা-মায়েরা হয়ে যান ছোট সন্তানের মতো।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বাংলাদেশের গর্ব। নারীর ক্ষমতায়নে অবিশ্বাস্য কাজ করছে ইউনিভার্সিটি। যারা এ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বিশ্বমানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছ তারা সত্যিই ভাগ্যবতী। আমরা আশা করব, তোমরা একদিন স্বপ্নের চেয়েও বড় হবে। নারীর ক্ষমতায়নে আরও বেশি ভূমিকা রাখবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর