শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা মেয়র সাদিকের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদুল আজহার দিন পশু কোরবানির ১২ ঘণ্টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। গতকাল দুপুরে নগর ভবনের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক সভায় এ ঘোষণা দেন সিটি মেয়র। তিনি বলেন, এবার পশু কোরবানির জন্য নগরীর ৩০টি ওয়ার্ডে ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। পশু কোরবানির পর সিটি করপোরেশনের ৯০০ কর্মী ১২ ঘণ্টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণ করবে। ঈদে ঘরমুখো মানুষকে নদী বন্দর থেকে দুটি বাস টার্মিনালে যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিস এবং অসুস্থ যাত্রীদের জন্য হুইল চেয়ার রাখার ঘোষণা দেন মেয়র। ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী লঞ্চের অশুভ প্রতিযোগিতা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন মেয়র। পশুর চামড়ার দাম কম হওয়ায় চামড়া কেটে খালে বা ড্রেনে না ফেলে নির্দিষ্টস্থানে ফেলার আহ্বান জানান মেয়র। সেগুলো বিনামূল্যে বিভিন্ন মাদ্রাসায় পৌঁছে দেওয়া হবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না- অভিযোগের প্রেক্ষিতে মেয়র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি কোনো কর্তৃপক্ষের ব্যর্থতার দায় সরকারের উপর বর্তায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যর্থ বানানোর যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। মেয়র সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মাহবুব হোসেন, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান সিকদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, বিএমপি’র উপ-কমিশনার (সদর) হাবিবুর রহমান খান, উপ-কমিশনার (বিশেষ শাখা) আবু রায়হান মো. সালেহ, উপ-কমিশনার (ট্রাফিক) খায়রুল হাসান, বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, জেলা চেম্বার সভাপতি, লঞ্চ মালিক সমিতির নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, ওয়ার্ড কাউন্সিলর, বিসিসি’র বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বাস মালিক, লঞ্চ মালিক, মাহেন্দ্র আলফা মালিক, শ্রমিক নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজ এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মেয়র নগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।

সর্বশেষ খবর