শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নাসিক পরিদর্শনে জাপানের রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইসুমি। বুধবার বিকালে নগর ভবনে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা। সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। নগর ভবনের একটি সূত্র জানায়, পরিদর্শনকালে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইসুমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জাপানি সংস্থা জাইকার চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজ নেন। এ ছাড়াও ভবিষ্যতে এখানে আরও কী কী উন্নয়নমূলক কর্মকা  হাতে নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে। এ সময় মেয়র আইভী নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ, ইন্ডাস্ট্রিয়াল আবর্জনায় শীতলক্ষ্যা নদী দূষণ রোধে সহযোগিতা চাইলে এ বিষয়ে সহযোগিতার আশ^াস দেন রাষ্ট্রদূত।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর