শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লা নগরীতে কাপড়ের বাজারে ক্রেতাদের ভিড়

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

শুধু পশুর হাট নয় কুমিল্লা নগরীর কাপড়ের বাজারে গতকালও ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিশেষ করে নগরীর মনোহরপুরের সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, আনন্দ সিটি শপিং সেন্টার, ময়নামতি টাওয়ারে ভিড় দেখা গেছে। কাপড় ছাড়া জুতাও বিক্রি হচ্ছে। এছাড়া ফুটপাতেও কাপড় বিক্রি হতে দেখা গেছে। সাত্তার খান কমপ্লেক্সে মেয়ের জন্য জামা কিনতে আসা কামাল হোসেন বলেন, ঈদ-উল ফিতরের সময়ও কিনেছি। মেয়ের আবদারে আবার আসতে হয়েছে। নগরীর রেইসকোর্স এলাকার ইস্টার্ন এয়াকুব প্লাজার লোটো জুতার আউটলেটের পরিচালক এমদাদুল হক সোহাগ বলেন, ঈদ-উল ফিতরের সময়ের মতো না হলেও মোটামুটি ক্রেতা রয়েছে। বিক্রিও ভালো। খন্দকার হক টাওয়ারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বলেন, ঈদের আর দুই দিন বাকি। তাই ক্রেতারা আসছেন। ভিড় বলা যায় না, তবে ক্রেতা আছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, ঈদ বাজারের নিরাপত্তায় কান্দিরপাড়, মনোহরপুরসহ বিভিন্ন বিপণী বিতানে পুলিশের টহল রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর