শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শিক্ষকের চরণধূলি নিলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের ছাত্র থাকাকালীন মোহাম্মদ ইসহাকের কাছ থেকে ইংরেজি বিষয়ে দীক্ষা নিয়েছিলেন। সেই সময়ের জনপ্রিয় এই শিক্ষকের পাঠদানে মুগ্ধ ছিলেন শিক্ষার্থীরা। ক্লাসে প্রত্যেক ছাত্রের মাঝেই জনপ্রিয় ছিলেন প্রিয় ‘ইসহাক স্যার’। মন্ত্রী হওয়ার পরও সেই শিক্ষককে ভুলতে পারেননি তথ্যমন্ত্রী। গতকাল সকালে প্রবীণ এই শিক্ষককে দেখতে নগরীর বায়েজীদের বাসায় ছুটে যান মন্ত্রী। গিয়েই প্রিয় শিক্ষকের পা ছুঁয়ে সালাম করে নেন দোয়া। প্রিয় শিক্ষককে কাছে পেয়েই মন্ত্রী ফিরে যান পুরনো অতীতে। তথ্যমন্ত্রী শিক্ষককে বলেন, ‘স্যার আগে সাইকেল চালাতেন, এখনো চালান?’ শিক্ষকের জবাব আসে, ‘অনেক দিন ধরে চালাই না।’ প্রিয় ছাত্রের উদ্দেশে তিনি বলেন, ‘তথ্যমন্ত্রীকে আগামীতে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই। একজন ডক্টর আরেকজন ডক্টরের মূল্য বুঝে। ডা. দীপু মনি এখন শিক্ষামন্ত্রী। তবে তিনি স্বাস্থ্যমন্ত্রী বা আইনমন্ত্রীর দায়িত্বে আরও ভালো করতেন। আর আমার প্রিয় সাংবাদিক হলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর