শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আবারও আটকে যাচ্ছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনই উচ্চ আদালতের এক নির্দেশে দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে নির্বাচন। গত বৃহস্পতিবার রাতে আদালতের এ আদেশের কপি এসে পৌঁছায় সিলেট চেম্বারে। ফলে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের নির্বাচন নিয়ে। সিলেট চেম্বারের কামিল আহমদ নামের এক সদস্যের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচন স্থগিতের এ আদেশ দিয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে চেম্বার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এ সময় সবার সহযোগিতা নিয়ে ২২ সেপ্টেম্বর ভোট গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ। সূত্র জানান, চেম্বারের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে যথাসময়ে নির্বাচন আয়োজন অনিশ্চিত হয়ে পড়লে প্রশাসক নিয়োগ দেওয়া হয় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনকে। ১২০ দিনের মধ্যে তাকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। সদস্যপদ নবায়নের পর এক সদস্যের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করে চেম্বারে প্রশাসক নিয়োগ কেন অবৈধ নয়- এ ব্যাপারে কারণ দর্শাতে বলেছে।

এ ব্যাপারে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, ঈদের পর আদালতের নির্দেশনার ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর