শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম আওয়ামী লীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগের তিন সাংগঠনিক কমিটি পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ দিনব্যাপী পৃথক এ কর্মসূচি পালন করবে। তিন সাংগঠনিক কমিটির দায়িত্বশীল নেতারা ইতিমধ্যে পৃথকভাবে জরুরি বৈঠকে ব্যাপক আলোচনাও করেন। এতে পালন করা হবে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মোনাজাত, শোক র‌্যালিসহ নানা প্রস্তুতি। ১৫ আগস্ট দিনব্যাপী পৃথকভাবে এ কর্মসূচি পালন করবেন বলে জানান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ছাড়াও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার প্রতিটি উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় জাতীয় শোক দিবসটি যথাযথভাবে পালন করবেন নেতারা। এতে প্রতিটি এলাকায় নানা কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ছাড়াও আলোচনাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ১৫ আগস্ট দিনব্যাপী শোকের কর্মসূচি পালন করবে নগরের দারুল ফজল মার্কেট কার্যালয়ে। এতে কেন্দ্রীয় নেতা ছাড়াও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ পালন করবে জাতীয় শোক দিবস। এতে থাকছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মোনাজাত, শোক র‌্যালি, আলোচনা সভাসহ নানা প্রস্তুতি। বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একইভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগও দলীয় কার্যালয়ে শোক দিবস পালন করবে। তা ছাড়া কর্মসূচির মধ্যে চট্টগ্রামেও ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রতিটি স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়াও ফাতিহা পাঠ, মোনাজাতসহ নানা কর্মসূচি থাকবে। তা ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতারাও নানাবিধ কর্মসূচি পৃথকভাবে পালন করবেন। অন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও মসজিদগুলোয় বাদ জোহর বিশেষ মোনাজাত হবে। মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। চট্টগ্রামে পোস্টার বিতরণ ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর