শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ভারতীয় গরুর কারণে দাম কম দেশি পশুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় কোরবানির পশুর হাটে বেচা-কেনা পুরোদমে শুরু হয়েছে। স্থানীয় গরুর হাটগুলোতে মাঝারি আকারের দেশি গরুর চাহিদা বেশি। বাজারে ভারতীয় গরুর উপস্থিতিতে দেশি গরুর দাম তুলনামূলক কম। ডুমুরিয়ার খর্নিয়া বাজারে বড় আকারের ৪ মন ওজনের দেশি গরু বিক্রি হয়েছে ১ লাখ টাকায়। গত হাটেও এই আকারের গরুর দাম ছিল ১ লাখ ২০ হাজার টাকা। আর মাঝারি আকারের আড়াই মণ ওজনের দেশি গরু বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬০ হাজার টাকায়। এই গরু গত হাটে ৬৫ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বাজারে ক্রেতা না থাকায় হতাশ গরু বিক্রেতারা। এদিকে খুলনায় সবচেয়ে বড় জোড়াগেট পশুরহাটে এখনো ক্রেতারা গরু কেনা শুরু করেনি। গত বছর শেষ দিনে গরুর দাম কমে যাওয়ায় এবার অনেকেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন। এই হাটে গরু নিয়ে আসা নড়াইলের কালিয়ার গরু বেপারি মফিজুর রহমান জানান, গত বছরের তুলনায় গরুর দাম বাড়েনি। ভূষি, খড়, কুটাসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও সেই তুলনায় গরুর দাম কম। তিনি বলেন, প্রায় তিন মণ ওজনের দেশি গরুর দাম চাচ্ছেন ৬৫ হাজার টাকা। কিন্তু ক্রেতারা দাম বলছেন, ৫০ থেকে ৫৫ হাজার টাকা। এই হাটেও বড় আকারের গরুর দাম কম। খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রায় ৫ মণ ওজনের বড় গরু কিনেছেন ১ লাখ ১৫ হাজার টাকায়।

হাট পরিচালনা কমিটির আহ্বায়ক ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস বলেন, হাটে  মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। ক্রেতা রয়েছে অনেক কিন্তু সেই তুলনায় বেচাকেনা শুরু হয়নি। নগরীতে বেশিরভাগ বাসিন্দার গরু রাখার পর্যাপ্ত জায়গা নেই। তাই তারা ঈদের আগ মুহূর্তে এসে কোরবানির পশু কিনবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর