শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কালুরঘাট সেতু না হলে সালাম দিয়ে সংসদ থেকে বের হয়ে যাব : বাদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী ডিসেম্বরের মধ্যে কর্ণফুলীর কালুরঘাট সেতু নির্মাণের পরিণতি না দেখলে ‘সালাম’ দিয়ে সংসদ থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল। গতকাল বিকালে চট্টগ্রাম ক্লাবে কালুরঘাট সড়ক নির্মাণের দাবিতে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় বাদল বলেন, কালুরঘাট সেতু থেকে ৩৯ কিলোমিটার দূরে কর্ণফুলী টানেল। রেল তো টানেল দিয়ে যাবে না। কালুরঘাট সেতু দিয়ে কক্সবাজারে রেল যাবে। আমাদের দাবি রেল কাম সড়ক সেতু করা হোক। জীবনের শেষ প্রান্তে এসে প্রয়োজনে আওয়ামী লীগে যোগ দিয়ে হলেও এ সেতু নির্মাণের চূড়ান্ত পরিণতি দেখতে চাই।’ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, বিশ্বজিৎ চৌধুরী, ফারুক ইকবাল, হাসান আকবর, মুস্তফা নঈম, কামাল পারভেজ, শহীদুল্লাহ শাহরিয়ার, অনিন্দ্য টিটো প্রমুখ। বাদল বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরে বলেন, ঢাকা দুই ভাগ হওয়ার পর চট্টগ্রাম সবচেয়ে বড় সিটি করপোরেশন। এর  মেয়রের মন্ত্রীর স্ট্যাটাস দেওয়া হলো না কেন?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর