শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এডিসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান বাদশার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কারও ওপর নির্ভরশীল নয়, ডেঙ্গুজ্বরের জীবাণুর বাহক এডিস মশার বিরুদ্ধে প্রতিটি পরিবারকেই লড়াইয়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে এডিসের আবাস ধ্বংস করলে ডেঙ্গু রোগ ছড়াবে না। গতকাল সকালে রাজশাহী মহানগরীর পাচানিমাঠ এলাকায় ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিতরণকালে সাধারণ মানুষের উদ্দেশে তিনি এ কথা বলেন। রাজশাহী মহানগরী ওয়ার্কার্স পার্টির আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, রাজশাহীতেও এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখন ঘরে বসে থাকলে চলবে না। কারও দিকে তাকিয়ে থাকলেও হবে না। ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার আগেই আত্মনির্ভরশীল হয়ে প্রতিটি পরিবারকে এডিসের বিরুদ্ধে লড়াই করতে হবে। নিজ বাড়ি, বাড়ির চারপাশ আগাছামুক্ত রাখতে হবে। প্রচারপত্র বিলিকালে তার সঙ্গে ছিলেন মহানগরী ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সম্পাদকম-লীর সদস্য এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আবুল কালাম আজাদ, ফেরদৌস জামিল টুটুল, সদস্য সিরাজুর রহমান খান, শাহিনুর বেগম, নগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, ২৪ নম্বর ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মইদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর