শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
শোকাবহ ১৫ আগস্ট

বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

প্রতিদিন ডেস্ক

বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

চট্টগ্রামে মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে শোক র‌্যালি

চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

জানানো হয়েছে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা। সকাল থেকেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। ছিল কবিতা পাঠ, চিত্রাঙ্কন, হামদ ও নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও মোনাজাত। প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। মাইকে প্রচার করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে খাবার।

এ সংক্রান্ত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : নগরীর সিটি করপোরেশন চত্বর, জেলা শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সকাল সাড়ে ৮টায় সিটি করপোরেশনের সামনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কালো ব্যাজ ধারণ করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এরপর করপোরেশনের কেবি আবদুস ছাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর আবিদা আজাদ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রমুখ। জাতীয় শোক দিবসে চট্টগ্রামে নাগরিক শোকযাত্রা উদ্বোধন করতে গিয়ে মেয়র আ জ ম নাছির বলেন, যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারেন না, তাদের এদেশের নাগরিক হিসেবে থাকার যোগ্যতাও নেই। চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের সামনে  থেকে গতকাল বেলা ১১টায় শোকযাত্রাটি শুরু হয়। চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক ও  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া  বেলা, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন ফেরদৌসী, চট্টগ্রাম  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ। এদিকে সকাল ৯টায় নগরীর সার্কিট হাউস থেকে যাত্রা শুরু হয় বর্ণাঢ্য এক শোক র‌্যালি। চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ শোক র‌্যালিতে নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। শিল্পকলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ খন্দকার গোলাম ফারুখ, সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, পুলিশ সুপার নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ড মোজাফফর আহমদ, জেলা কমান্ড মো. সাহাবউদ্দিন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী,  নোমান আল মাহমুদ, শ্রমিক লীগ নেতা শফর আলী, আলতাফ  হোসেন বাচ্চু, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জহুর আহমদ প্রমুখ। রাজশাহী : শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেছেন রাজশাহীর মানুষ। গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর আওয়ামী লীগের কার্যালয়ে অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়েছে দলীয় ও জাতীয় পতাকা। উত্তোলন করা হয়েছে কালো পতাকাও। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ। এরপর বের করা হয় শোক র‌্যালি। আলাদাভাবে জাতীয় শোক দিবস পালন করছে জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের এই কর্মসূচির আয়োজন করা হয়। খুলনা : খুলনায় সকালে জেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালি নগরীর নিউমার্কেট থেকে শুরু হয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিুবুল হক খান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সিলেট : সকাল ১০টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা ও বিভাগীয় প্রশাসন, সিটি করপোরেশন, জেলা ও মহানগর পুলিশ, জেলা প্রেস ক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও নাট্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা ও মহাগর আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বরিশাল : বরিশালে গতকাল সকাল ৮টায় বঙ্গবন্ধু উদ্যানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। ময়মনসিংহ : ময়মনসিংহে সকাল সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সংসদ সদস্য মনিরা বেগম মনি, সিটি করপোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

রাজশাহীতে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন


 

বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে শোক র‌্যালি


 

রংপুর সিটি করপোরেশনের শোক র‌্যালি


 

কুমিল্লায় জেলা প্রশাসনের শোক র‌্যালি


 

জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি


 

সর্বশেষ খবর