শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণার উৎস

----- অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান আমাদের সব কাজের অনুপ্রেরণার উৎস। আমরা সৌভাগ্যবান, পেয়েছি বঙ্গবন্ধুর উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জাতির পিতা যেভাবে স্বপ্ন দেখেছিলেন এই দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন এবং পৃথিবীর মানচিত্রে অনেক উচ্চতায় নিয়ে যাবেন। সেই একই কাজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর রামঘাটলায়      এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু নিয়ে অর্থমন্ত্রী বলেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় আমি সংসদে গিয়ে বাজেট পেশ করতে পারিনি। এরপরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি। সবার দোয়ায় আমি মোটামুটি সুস্থ হয়েছি। আমি দোয়া করি, কোনো মানুষ যেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কষ্ট না পান। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমাসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের অন্য নেতা-কর্মীরা।

 

সর্বশেষ খবর