শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সবজির বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সবজির বাজার চড়া

কোরবানির ঈদের পর সবজির চাহিদা তুলনামূলক একটু বেশি থাকে। এ চাহিদাকে পুঁজি করে এবং বাজারে সবজির কৃত্রিম সংকট দেখিয়ে দাম বেশি নেওয়া হচ্ছে। প্রায় সব ধরনের সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে। গতকাল নগরের রেয়াজুদ্দীন বাজার, বক্সির হাট, সিরাজুদ্দৌলা রোড ও চকবাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। গতকাল নগরের বক্সির হাটে প্রতিকেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। এক সপ্তাহ আগেও কাঁকরোল বিক্রি হয়েছিল ৪০ থেকে ৫০ টাকা।  প্রতিকেজি বেগুন ৬০ টাকা, কাঁচা পেঁপে ৪৫ টাকা, বরবটি ৬০ টাকা, পটোল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, গাজর ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, লাউ ৬০ টাকা, শিম ৮০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, করলা ৪০ টাকা, কচু ৬০ টাকা, ক্যাপসিকাম ২৮০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচা মরিচ ১৩০ টাকা, আলু ২২ টাকা দরে বিক্রি হচ্ছে। বক্সির হাটের সবজি বিক্রেতা আনিসুল ইসলাম বলেন, ‘কোরবানির পর  সব ধরনের সবজির সরবরাহ কম হয়েছে। কিন্তু এই সময় সবজির চাহিদা তুলনামূলক বেশি। তাই হয়তো কয়েকদিন দাম একটু বেশি হচ্ছে। আগামী কয়েকদিন পর সবজির দাম কমে যাবে।’ তবে বাজারে মাংস ও মাছের দাম স্বাভাবিক। তবে ফার্মের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে।

গতকাল বাজারে প্রতিকেজি ফার্মের মুরগি বিক্রি হয়েছে ১৩০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা ও দেশি মুরগি ৫০০ থেকে ৫৫০ টাকা। প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা। প্রতিকেজি দেশি রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা, ভারতীয় রুই ২৫০-৩০০ টাকা, মিয়ানমারের রুই মাছ ৩২০ টাকা, কাতল মাছ ৪৫০ টাকা, ফার্মের কৈ মাছ ২৫০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, ফার্মের মাগুর ৪০০-৫০০ টাকা, রূপচাঁদা ৬০০-৭০০ টাকা, সাদা কোরাল ৭০০ টাকা, লাল কোরাল ৬৫০ টাকা, বড় চিংড়ি এক হাজার থেকে ১২০০ টাকা, পাবদা ৫০০ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর