শিরোনাম
শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি মো. বাবুল (২৬) নিহত হয়েছে। ঘটনাস্থল হতে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল ভোর ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, মাদক মামলার পলাতক আসামি পশ্চিম সিকদারপাড়া এলাকার আনোয়ারের ছেলে বাবুল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ি সংলগ্ন নিজস্ব পাহাড়ে অভিযান চালায়     এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই মো. বাবুল (৩৩), কনস্টেবল মো. আজিজ (২৩), রয়েল বড়ুয়া (২৩) আহত হন। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। গোলাগুলি থেমে গেলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ এক ব্যক্তিসহ দুজনকে আটক করে। ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে ১টি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড শর্টগানের তাজা বুলেট, ৭ রাউন্ড বুলেটের খোসা ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কক্সবাজারে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান নিহত বাবুলের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী ও কোতোয়ালি থানায় দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় বাবুলের পিতা আনোয়ারকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর