শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে ৩৬৫ এইচএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের পর ৩৬৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। পুনর্নিরীক্ষণে পাস করেছেন আরও ৪৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৪ জন। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ ফলাফল ঘোষণা করে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ। উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ইংরেজি বিষয়ের। ৭ হাজার ১৬৬ জন শিক্ষার্থী     ইংরেজি প্রথম পত্র ও ৫ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী দ্বিতীয় পত্রের জন্য আবেদন করেন। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, ‘৩৬৫ জন ফলপ্রার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। এর মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৩৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণের পরও ২১ জন ফেল করেছেন। ফেল থেকে পাস করেছেন ৪৭ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ২৯৭ জন ফলপ্রার্থীর।’ জানা যায়, গত ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী মোট ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৮৬০। পুনর্নিরীক্ষণের পর সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪-এ।

সর্বশেষ খবর