সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আইএসপিআর গণমাধ্যমে নির্ভরযোগ্য তথ্য দিয়ে থাকে : পরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেছেন, আমরা দেশের জন্যই কাজ করি। একইভাবে সাংবাদিকরাও দেশের মঙ্গলের জন্য কাজ করেন। তাই যে কোনো তথ্য সরবরাহের ক্ষেত্রে আমাদের যেমন শতভাগ নিশ্চিত হয়ে করতে হয়, তেমনি তথ্য প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকেও দায়িত্বশীল হতে হয়। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, আইএসপিআর সাংবাদিকদের নির্ভরযোগ্য তথ্য দিয়ে থাকে। তাই আমাদের তথ্য গণমাধ্যমে সরবরাহের ক্ষেত্রে একটু সময় লাগে। কারণ, শতভাগ নিশ্চিত না হয়ে আইএসপিআর কোনো তথ্য দিতে পারে না। এ সময় সেনাবাহিনীর ২৪ পদাতিকের জিটুআই মেজর আবু সাঈদ গোলাম মওলা, আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম, তাপসী রাবেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আইএসপিআর ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক ও অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা প্রমুখ।  সাংবাদিকরা সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী সংশ্লিষ্ট সংবাদের তথ্য, ছবি, ভিডিও ফুটেজ দ্রুত সরবরাহের সুপারিশ করেন।

সর্বশেষ খবর