সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
খুলনায় ধর্ষণ মামলা

কর কমিশনারের ছেলে রিমান্ডে নিজস্ব প্রতিবেদক, খুলনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রীকে (২০) ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিঞ্জন রায়কে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অভিযুক্ত শিঞ্জন রায় খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে মহানগর ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মো. শাহিদুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, কিছুটা সুস্থ হওয়ায় ওই ছাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে বাড়িতে ফিরেছেন। কিন্তু তিনি ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্বজনরা। জানা যায়, বিয়ের প্রলোভন দেখি?য়ে ধর্ষণের অভিযোগে শুক্রবার শিঞ্জন রায়ের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রী। পুলিশ শিঞ্জনকে গ্রেফতার ও ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে নেয়। এরপর ছেলেকে বাঁচাতে কর কমিশনার প্রশান্ত কুমার রায় বেআইনিভাবে ওসিসিতে ঢুকে ভিকটিমকে চাপ প্রয়োগ করেন।

 তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুর রহমান জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের বিষয়টি জানা যাবে। এদিকে, বেআইনিভাবে কর কমিশনারের ওসিসিতে প্রবেশের ঘটনায় ‘বাংলাদেশ প্রতিদিন’-এ সংবাদ প্রকাশের পর ওসিসির কো-অর্ডিনেটর ডা. অঞ্জন কুমার চক্রবর্তী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টায় আসামির পিতা কর কমিশনার প্রশান্ত কুমার রায় তদন্তকারী কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে ওসিসিতে প্রবেশ করেন। কিন্তু ভিকটিমের সঙ্গে কথা বলার আগেই কর্তব্যরত পুলিশ তাকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে এবং তাকে বের করে দেওয়া হয়।’

সর্বশেষ খবর