সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় বঙ্গবন্ধুকে নিয়ে ‘রক্তঋণ’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় বঙ্গবন্ধুকে নিয়ে ‘রক্তঋণ’

এখন শোকের মাস আগস্ট। জাতির ইতিহাসে এই মাসটি অত্যন্ত বেদনাবিধুর। নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শোকের এই মাসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এরই অংশ হিসেবে নাটকের দল তীরন্দাজ মঞ্চায়ন করেছে ভিন্নধর্মী গল্পের নাটক ‘রক্তঋণ’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলটির পঞ্চম প্রযোজনার নাটক। শাহীন রেজা রাসেল রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন কাজী রাকিব। এ মাসেই ঘটেছিল ’৭৫-এর ট্র্যাজেডি। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নিয়ে নানা মিথ্যাচারসহ বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়ে পড়ে ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে খুন ও এর পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়েই  বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়  করেছেন সানজিদা প্রমি, এনামুল রিপন, হাসান মাহাদি লাল্টু, জাহিদ মোহাম্মদ, তামান্না তমা, শাহীন রেজা রাসেল, সাব্বির হাসান, মারুফ বিল্লাহ মুন্না, রাফিকুল সেলিম, আহমেদ শাওন, নুসরাত তিথি, মোস্তফা কামাল, অমিতাভ রাজীব, মহিউদ্দিন রোমান, কাজী রাকীব, সৌরভ আহমেদ, সোলায়মান মামুন প্রমুখ।

সর্বশেষ খবর