সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আইসিইউ নেই

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে ডেঙ্গু চিকিৎসা ব্যাহত

নিজস্ব প্রতিবেদক

ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) না থাকায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে গুরুতর রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে আইসিইউ স্থাপনে সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্বায়ত্তশাসিত হাসপাতালটির ব্যবস্থাপনা বোর্ডের কর্মকর্তারা।

নতুন পরিচালক হিসেবে ব্রি. জে. (অব.) ডা. ইফফাত আরার যোগদান উপলক্ষে গতকাল হাসপাতালে পরিচিতি অনুষ্ঠানে কর্মকর্তারা এ দাবি জানান। তারা বলেন, বর্তমানে ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। দুই মাসে প্রায় আড়াই হাজার রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু রোগ শনাক্তের উপকরণ কিট যেখানে অন্যসময় ১০০ থেকে ১৫০ টাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্রয় করত, এবার ৩০০ থেকে পৌনে চারশ টাকায় কিনে দেওয়া হচ্ছে। সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে এবং হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম নুরুন্নবীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের এমপি জিন্নাতুল বাকিয়া, গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ।

সর্বশেষ খবর