সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঢাকা মেডিকেলে স্টাফ-নার্স সংঘর্ষে ১২ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্যাথলজির রিপোর্ট নেওয়াকে কেন্দ্র করে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে স্টাফ ও নার্সদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হাসপাতালের নতুন ভবনের প্যাথলজি বিভাগে দুদফা সংঘর্ষ হয়। পরে আবার পরিচালকের কার্যালয়ের সামনে কয়েক দফা সংঘর্ষ হয়। উভয় পক্ষে চাপা ক্ষোভ বিরাজ করছে। প্যাথলজি বিভাগের এক স্টাফ ফয়েজ বলেন, ‘দুপুর আনুমানিক                ১টার দিকে কয়েকজন নার্স নিজেদের পরিচয় না দিয়ে প্যাথলজিক্যাল রিপোর্ট নেওয়ার জন্য আসে। তারা লাইনে না দাঁড়িয়ে রিপোর্ট চায়। এতে একটু দেরি হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর আক্রমণ করে। তখন সেখানে হাতাহাতির ঘটনা ঘটে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান আজিজ আহমেদ খান বলেন, ‘গ গোল শুনে এগিয়ে গেলে আমার ওপরও তারা চড়াও হয়। পরে তারা চলে যায়, পরক্ষণে তারা আরও দলবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা করে। নার্স নূর মোহাম্মদ ও ইমরানের  নেতৃত্বে এ হামলা হয়। এর পেছনে নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েলের ইন্ধন আছে বলে জেনেছি।’

সর্বশেষ খবর