বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সীমান্তবর্তী এসপিদের সতর্ক থাকার নির্দেশ

অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসপি নূরেআলম মিনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইয়াবাসহ মাদক নিয়ে সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। গতকাল নগরীর হালিশহর জেলা পুলিশ লাইন্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ১১ জেলার এসপিদের এ নির্দেশনা দেন তিনি। সভায় ডিআইজি বলেন, ইয়াবা একটি সর্বানাশা মাদক। চট্টগ্রাম রেঞ্জে মাদক একটা বড় সমস্যা। তবে পুলিশের বলিষ্ঠ ভূমিকার কারণে কক্সবাজার হয়ে ইয়াবা এখন তেমন একটা আসছে না। অন্যান্য সীমান্ত এলাকায় ইয়াবা ছড়িয়ে গেছে। তাই সীমান্ত এলাকার এসপিদের সতর্ক থাকতে হবে। এদিকে চট্টগ্রাম রেঞ্জের এ অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ, আর শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা এবং শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হয়েছেন চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রাম জেলা পুলিশের আরও চারজন সদস্য পুরস্কার পেয়েছেন। এতে    শ্রেষ্ঠ থানা হয়েছে রাউজান এবং শ্রেষ্ঠ ওসি হয়েছেন একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, শ্রেষ্ঠ মামলাতদন্তকারী কর্মকর্তা সীতাকুন্ড থানার এসআই মো. আবদুল মজিদ ও ফটিকছড়ি থানার এসআই আরিফুল আলম অপু, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হয়েছেন চন্দনাইশ থানার এসআই মো. মজিবুর রহমান।

সর্বশেষ খবর