শিরোনাম
বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অবশেষে জটিলতা কাটল সিলেট চেম্বার নির্বাচনের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবশেষে আইনি জটিলতা কাটিয়ে নির্বাচন করতে যাচ্ছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজ। গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে অর্ডিনারি গ্রুপে ৪২ জন, অ্যাসোসিয়েট গ্রুপে একক ২০ জন ও ১টি প্যানেল মনোনয়নপত্র ট্রেড গ্রুপে একক ১৫ জন ও প্যানেল মনোনয়নপত্র ২টি এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আজ (বুধবার) বিকাল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। আর পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত   হওয়ার কথা রয়েছে  ভোটগ্রহণ। এর আগে উচ্চ আদালতে করা  চেম্বারের এক সদস্যের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করা হয়েছিল। গত সোমবার হাই কোর্টের চেম্বার জজ আদালত ওই স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফের নির্বাচনী কার্যক্রম শুরু করে চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ড।

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় গত ২ জুলাই। তফসিল অনুযায়ী গত ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ও ২২ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। গত ৮ আগস্ট সংবাদ সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু এর আগেই চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচন আয়োজন নিয়ে উচ্চ আদালতে রিট করেন কামিল আহমদ নামের চেম্বারের এক সদস্য। তার করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করে চেম্বারে প্রশাসক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে জানতে চায়। আদালতের ওই নির্দেশনা চেম্বার কার্যালয়ে এসে পৌঁছায় ৮ আগস্ট রাতে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বন্ধ হয়ে যায় নির্বাচনী কার্যক্রম।

সর্বশেষ খবর