বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ড নিয়ে হাই কোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। ফলে এই ওয়েজ বোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবী। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স    অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। পরে এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, আজকের আদেশটি সাংবাদিকদের জন্য সুখবর বলা যেতে পারে। আমরা (নোয়াব) চেয়েছিলাম, আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করে যেন বোর্ড সিদ্ধান্ত নেয়। আইনেই আছে। আমরা এই স্পেসটুকু চেয়েছিলাম। এই আইনজীবী আরও বলেন, হাই কোর্টের আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। এখন সরকার গেজেট পাবলিশ করতে পারবে। গত ৮ আগস্ট নবম ওয়েজ বোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেছিল হাই কোর্ট। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

 

সর্বশেষ খবর