বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
সংসদীয় কমিটির ক্ষোভ

মিল্কভিটার চার হাজার একর জমিই বেদখল

নিজস্ব প্রতিবেদক

সরকারি মালাকানাধীন দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া ৮০ ভাগ জমিই বেদখল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে জানানো হয়, বর্তমানে সরকারের মালিকানাধীন মিল্কভিটার জন্য বরাদ্দ পাঁচ হাজার একর গোচারণ ভূমির মধ্যে চার হাজার একরই বেদখল হয়ে আছে। মিল্কভিটা ও ভূমি অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশে বিভিন্ন সময়ে অসাধু লোকজন এসব জমি বরাদ্দ নিয়ে দখল করে আছে। কমিটি এসব জমি উদ্ধারের কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে। পাশাপাশি জমি বরাদ্দ দেওয়ার সঙ্গে জড়িত মিল্কভিটার দুর্নীতিবাজ, অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই ও বরখাস্তের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি বলেন, মিল্কভিটার দুধে যেটুকু সিসা পাওয়া গেছে, তা পানি ও খাদ্য থেকে গবাদি পশুর শরীরে গেছে। আমরা এ বিষয়ে মিল্কভিটা কর্তৃপক্ষকে সতর্ক থাকার সুপারিশ করেছি।

সর্বশেষ খবর