বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চামড়া শিল্পে এমন দশা আর হয়নি

-মাওলানা মাহফুজুল হক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, একটি গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমিয়ে বেহাল দশা সৃষ্টি করেছে। সে জন্য প্রচুর চামড়া নষ্ট হয়েছে। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। এ শিল্পের এমন বিপর্যয়ে দেশের মানুষ চরমভাবে হতাশ হয়েছেন। এতিম ও গরিবদের হক নষ্ট করা হয়েছে। সরকার এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। ভবিষ্যতে এ শিল্প যাতে ধ্বংস না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং চামড়া শিল্প ধ্বংসের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে কাশ্মীরে মুসলিম হত্যা বন্ধ ও তাদের স্বায়ত্তশাসন পুনর্বহালের দাবিতে আগামী ২৭ আগস্ট বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুফতি আবদুল মুমিন প্রমুখ।

সর্বশেষ খবর